শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক

মিলন খন্দকার / ২০৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৫:১৭ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর থানার পুলিশের অভিযানে ৫৫০ গ্রাম গাঁজাসহ লাল্টু ও শফিকুল নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। এ ব্যাপারে মিরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯ এর (ক) ধারায় অপরাধে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নিদ্দের্শ্যে এস আই মাফিজুর রহমান, এ এস আই মেহেদী হাসান, এএসআই জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স কং রিপন হাসান, কং জুবায়ের বৃহস্পতিবার বিকালে উপজেলার আবুরী মাগুরা এলাকার মাদক ব্যবসায়ী লাল্টুর বাড়ির পাশে থেকে লাল্টুসহ ২ জনকে সন্দেহ হলে তাদের এর হাতে থাকা ব্যাগ তল্লাসি করে লাল্টু কাছে থাকা ব্যাগে ৫০০ গ্রাম এবং শফিকুলের কাছে থাকা ব্যাগে ৫০ গ্রাম গাঁজা পালিথিনের কাগজে জরানো অবস্থায় উদ্ধার করে তাদের থানা হেফাযতে নিয়ে আসে।

আটকৃতদের বাড়ি মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আবুরী মাগুরা গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র লাল্টু হোসেন (৩৮) এবং একই এলাকার নুর ইসলামের পুত্র শফিকুল ইসলাম (৩৬)। এ ব্যাপারে মিরপুর থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর