কুষ্টিয়ার মিরপুরে পদবি পরিবর্তন ও গ্রেড উন্নীত করণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা এ কর্মবিরতি পালন করেন।
এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার আব্দুল লতিফ, অফিস সহকারী আফিয়া খাতুন, আব্দুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উচ্চমান সহকারী মামুনুর রহমান খান, অফিস সহকারী সালমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উচ্চমান সহকারী মামুনুর রহমান খান বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিথ বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তন ও গ্রেড উন্নীত করণের দাবীতে এ কর্মসূচী পালিত হচ্ছে। দাবী আদায় না হলে ৩০ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচী চলবে বলে তিনি জানান