কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’র ব্যবসা উন্নয়ন ও কর্মী সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ০৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’র ভেড়ামারা জোনাল অফিসের ইনচার্জ ও কোম্পানির এফএভিপি সাংবাদিক শাহ্ জামাল।
প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড ইনচার্জ উন্নয়ন প্রশাসন (একক) আলহাজ্ব মো. ফরিদ হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’র জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড ফরিদপুর ডিভিশন’র ইনচার্জ মো. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’র কুষ্টিয়ার সার্ভিস সেন্টার ইনচার্জ ডাঃ মোহাম্মদ সাধন মিয়া, ভেড়ামারা ব্রাঞ্চ ইনচার্জ আলহাজ্ব আবুল কাশেম, দৌলতপুর ব্রাঞ্চ ইনচার্জ আহসান হাবীব, ভেড়ামারা পৌর ব্রাঞ্চ ইনচার্জ আব্দুল ওয়াহাব প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’র মিরপুর ব্রাঞ্চ ইনচার্জ সিরাজুল ইসলাম।