কুষ্টিয়ার দৌলতপুরে পদবি পরিবর্তন ও গ্রেড উন্নীত করণের দাবিতে উপজেলা নির্বাহী অফিস ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্র কমিটি ঘোষিত বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তন ও গ্রেড উন্নীত করণের দাবিতে সারা দেশের ন্যায় দৌলতপুরেও এ কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে কর্মবিরতি কর্মসূচিতে অংশ নেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মরত কর্মচারী শিশির কুমার, রনজিত কুমার, রাশেদুল ইসলাম ও রুহুল আমীনসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আন্দোলনরত কর্মচারী শিশির কুমার।