কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাংলাদেশ ইসলামী আন্দোলন খোকসা শাখার উদ্যোগে ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে ।
শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে রাজিনাপুর জামে মসজিদ থেকে ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি, আলহাজ্ব আহম্মদ আলীর নেতৃত্বে মিছিলটি বের হয়ে কালীবাড়ি রোড হয়ে খোকসা থানা মোড় অতিক্রম করে খোকসা বাসষ্ট্যান্ডে অবস্থান নিয়ে সমাবেশ করে। এ সময় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) কে অবমাননাকারী ফ্রান্সের সমস্ত পণ্য বর্জন ও তাদের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান এবং ফ্রান্সের প্রেসিডেন্টের কুশলিপত্তহ দাহ করেন ।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির জেলা সভাপতি আহম্মদ আলী, আব্দুল্লাহ ফারুকী, রাবিক, এনামূল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠিত সমাবেশে সভপতিত্ব করেন খোকসা থানা ইসলামী আন্দোলনের সভাপতি আয়ুব আলী খান।