আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কুমারখালী শাখার আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
যুব অধিকার পরিষদের কুষ্টিয়া জেলার আহ্বায়ক সাজেদুর ইসলাম বিপুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক শাকিল আহমেদ তিয়াস ।
কর্মী সসম্মেলনের পাশাপাশি আজ প্রথমবারের মত যুব অধিকার পরিষদের কুমারখালী শাখার ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দলের নির্বাহী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাধক হারুনকে আহ্বায়ক,শামীম আহমেদ নাভীন কে যুগ্ম-আহ্বায়ক ও সোহেল তাজকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন যুব অধিকারের কেন্দ্রীয় নেতা শাকিল আহমেদ তিয়াস ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবুর রহমান,অধ্যাক্ষ(জগন্নাথপুর আইডিয়াল কলেজ),মতিয়ার রহমান(সদস্য সচিব,কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদ,আলমাস হাসান( যুগ্ম-আহ্বায়ক,জেলা যুব অধিকার পরিষদ,মিনহাজুল হক পাপ্পু(যুগ্ম-আহ্বায়ক,জেলা যুব অধিকার পরিষদ),জিলহাজ খান(যুগ্ম-আহ্বায়ক,জেলা যুব অধিকার পরিষদ),সাইফুল ইসলাম আপন(যুগ্ম-আহ্বায়ক,জেলা যুব অধিকার পরিষদ) সহ স্থানীয় নেতা কর্মীরা ।
কর্মী সসম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক শাকিল আহমেদ তিয়াস বলেন,দেশের গনতন্ত্র পুনরুদ্ধারে আজকের এই যুব সমাজ আবার নতুন উধ্যমে রাজপথে থাকবে এবং লড়াই সংগ্রামের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনবে ।
উল্লেখ্য যে,গন অধিকার পরিষদ নামের একটি রাজনৈতিক দল এই মাসেই বহিঃপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভি,পি ও গন অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক নুরুল হক নুর ।