শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ার আলভীরের অভিনেত্রী হয়ে উঠার গল্প

কুষ্টিয়ার সময় ডেস্ক / ৭৭৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৭:৪৯ অপরাহ্ন

ছোটবেলায় টিভিতে নাটক-সিনেমা কিংবা প্রিয় কোনো অনুষ্ঠান দেখে সেই কাজের একটি চরিত্রে হয়ে উঠতে চাননি, এমন মানুষ হয়তো হাতে গোনাই। আর তাঁদের মধ্যে যাঁরা সত্যিকার অর্থেই বড় হয়ে তেমন একটি চরিত্র কিংবা স্বপ্নকে ছুঁয়ে যেতে পারেন, তার সংখ্যাটা হয়তো তার চেয়েও কম। অভিনেত্রী সামরোজ আজমি আলভী সেই সৌভাগ্যবতীদের একজনই বলা চলে। কুষ্টিয়ার একটি সংস্কৃতিমনা পরিবারে তাঁর জন্ম। বাবা আমিরুল ইসলাম কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, অভিনয়ের প্রতিটি শাখা-প্রশাখায় তাঁর সর্বদা বিচরণ। আর মা আশরাফুন্নাহার দিনু শিক্ষিকা।

এমন একটি পরিবারে জন্ম নেওয়া আলভীর খুব সহজেই একজন অভিনেত্রী হয়ে ওঠার কথা। কিন্তু একমাত্র সন্তানের পড়াশোনা আর ভবিষ্যতের দিকে তাকিয়ে বাদ সাধলেন বাবা-মা দুজনেই ৷ ছোটবেলায় দেখা বাংলা ছবি আলোর মিছিল দেখে যাঁর ববিতা হওয়ার স্বপ্ন, ভাত দে ছবিটি দেখে যাঁর শাবানা বনে যাওয়ার স্বপ্ন, তাঁর সুপ্ত প্রতিভার বিকাশে শেষ পর্যন্ত তাঁরা বাধা হয়ে দাঁড়াতে পারেননি। একসময়ের টিভিতে প্রচারিত ‘লাক্স আনন্দধারা’ অনুষ্ঠানটি দেখে তাঁর লাক্স তারকা হওয়ার স্বপ্ন। শুরুটাও করলেন সেই লাক্স দিয়েই। সেটা অবশ্য ২০০৭ সালের কথা। বাবা-মাকে না জানিয়েই একদিন লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় নাম লিখিয়ে ফেললেন। তারপর একদিন যখন তাঁর ফুপু তাঁকে গ্রুমিংয়ের জন্য গাড়িতে তুলে দিয়ে এলেন একাই, সে সময়টায় তাঁর নিজেকে খুব অসহায় মনে হয়েছিল।

সম্প্রতি ফেসবুকের একটি পেজ থেকে ছবিটি- সংগ্রহীত

প্রতিযোগিতায় পারফর্ম করার ফাঁকে ফাঁকে চুপিসারে কেঁদেছেন অনেক, বাবা-মা আর কাছের মানুষদের থেকে একা হওয়ার কষ্টে অনেক সময়েই ছেড়ে চলে যেতে চেয়েছেন প্রতিযোগিতার মঞ্চ। কিন্তু নিজের সুদৃঢ় মনোবলই তাঁকে শেষ পর্যন্ত প্রতিযোগিতার রানারআপ বানিয়ে দিল। কুষ্টিয়ার বোধন থিয়েটারে শিশুতোষ নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে অভিনেত্রীর খাতায় নাম লেখালেও লাক্স তারকা হওয়ার পরই তাঁর ক্যামেরার সামনে প্রথম অভিনয়। চলো না বৃষ্টিতে ভিজি তাঁর অভিনীত প্রথম টিভি নাটক। পরের গল্পগুলো একজন চাক্কুওয়ালির, একজন আনারসির।

অভিনয়ের শুরুর দিকে পত্রমিতালি টেলিফিল্মে অভিনয়ের সুবাদে বেশ কিছুকাল ধরেই আলভী নামটি ছাপিয়ে তিনি যেমন সবার কাছে পরিচিত হয়ে গিয়েছিলেন চাক্কুয়ালি নামে, ঠিক তেমনি সমসাময়িক কালে করা অলসপুর ধারাবাহিক নাটকটি তাঁকে দিয়েছে আনারসি উপাধি। এর মধ্যেই আলভি অভিনয় করে ফেলেছেন প্রায় ১০০ টিরও বেশি নাটকে। তবে শিক্ষিকা মায়ের দেখানো পথে হেঁটে অভিনয়ের পাশাপাশি শিক্ষিকার খাতায়ও নাম লিখিয়েছেন এ গুণী অভিনেত্রী। র্দীঘদিন ক্যামেরা থেকে নিজেকে আড়াল করে রেখে দুই বছর বিরতির পর ফরিদুল হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’-এ অভিনয়ের মধ্য দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সামরোজ আজমি আলভী ।

২০১২ সালে হঠাৎ করেই বিয়ের কাজটি সেরে ফেললেন আলভী। বর আমির হাসান। পেশায় ব্যবসায়ী। নাট্যদল দেশ নাটকের সঙ্গেও জড়িত আমির। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে ২৫ জানুয়ারি ২০১৮ সালে স্থানীয় সময় ৬ টা ২৬ মিনিটে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন মেয়ের নাম রেখেছেন আমিরা হাসিন এহেলি এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর