শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

কুষ্টিয়া ৪ আসনে প্রার্থিতা ফিরে পেল সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ!

কুষ্টিয়ার সময় অনলাইন / ৩৩৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২:৪৩ অপরাহ্ন

আপিলের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফিরে পেলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ।

আজ দিনের শুরুতেই ১৮ জনের শুনানিতে ৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শুরু হয়; যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এদিন সকালে ১৮ জন প্রার্থীর আপিল আবেদনের শুনানি হলে ছয়জনের আবেদন মঞ্জুর করে কমিশন। বাকি ১২ জনের মধ্যে কারও কারও প্রার্থিতা বাতিল হয়েছে, আবার কারও কারও আপিলের আদেশ পেন্ডিং রেখেছে কমিশন।

প্রার্থীতা ফিরে পাওয়া ৬ জন হলেন কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ,চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ময়মনসিংহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ, রংপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সুমনা আক্তার, ঢাকা-৫ আসনে সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. নুরুল আমিন ও মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের নূরে আলম সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর