রাজধানীতে এক হয়েছিলেন ঢাকাস্থ কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। যারা প্রত্যেকেই শিল্পী, সাংস্কৃতিক সংগঠক অথবা সাংস্কৃতিক কর্মী।
শুক্রবার ঢাকার মোহম্মদপুরের একটি রেস্তোরাঁয় সমবেত হোন তাঁরা। জানা গেছে, কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের সংকটে পাশে দাঁড়ানো, নিখাঁদ বিনোদনের উদ্যোগ নেয়া, এধরণের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনা করার উদ্দেশ্য নিয়ে শিগগিরই চালু হতে যাচ্ছে কুষ্টিয়া সাংস্কৃতিক পরিষদ।
এসময় সংগীতশিল্পী, বাদ্যযন্ত্র শিল্পী, আবৃত্তিকার, অভিনয়শিল্পী, গীতিকার, সুরকার, উপস্থাপিকা এবং সাংস্কৃতিক সংগঠকেরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া স্থায়ী ঠিকানা এমন সাংস্কৃতিক ব্যক্তি ও তার পরিবার এই পরিষদে কাজ করতে পারবে। ক্রমেই সাংগঠনিক রূপ নিয়ে বড় পরিসরে পরিচালিত হবে কুষ্টিয়া সাংস্কৃতিক পরিষদ এমন বার্তাও জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।