“একের রক্তে অন্যের প্রাণ,স্বেচ্ছায় করি রক্ত দান”- এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে দুই দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং,ট্রেনিং ও ডোনার কালেকশন ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান উদ্বোধন করেন জনাব মোহাঃ রুহুল আমিন,
অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট।
আরও উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া জেলা ইউনিটের সার্বিক সহযোগিতায় উক্ত ক্যাম্পেইন সকাল ১১:০০ ঘটিকা – বিকাল ৪:৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং ক্যাম্পেইন চলবে আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত ।
এসময় যে কেউ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করাতে পারবেন। রক্ত দানে উৎসাহিত করতে ব্লাড গ্রুপ ক্যাম্পেইনে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট যুব রেড ক্রিসেন্টের দলনেতা মুস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রায় ২০ জন সেচ্ছাসেবক সারাদিন ব্যাপী নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং সম্পন্ন ও ব্লাড ডোনার কালেকশন করে। যার মাধ্যমে সমগ্র কুষ্টিয়াবাসী উপকৃত হবে বলে আয়োজকেরা প্রত্যাশা ব্যাক্ত করেন।
উল্লেখ্য কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক বৃন্দ ব্লাড কালেকশন ক্যাম্প সহ নানান সমাজসেবামূলক কাজ,বিনামূল্যে রক্ত দান কর্মসূচি, প্রাথমিক চিকিৎসা প্রদান, বৃক্ষরোপন, শীতার্থদের শীত বস্ত্র প্রদান,ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি, ক্যাম্পাস পরিচ্ছন্নতা,বিভিন্ন জাতীয় দিবসে কর্মসূচীর মাধ্যমে সুনামের সাথে কাজ করে আসছে।
এছাড়া রেড ক্রিসেন্টের সাথে যুক্ত সেচ্ছাসেবক বৃন্দ বিভিন্ন কো -কারিকুলাম এক্টিভিটিস এর সাথে যুক্ত হয়ে নিজের মেধার বিকাশ করে তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সুন্দর একটি ছাত্রজীবন গড়ে তুলছে।