শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

কুষ্টিয়ার তিনটি আসনে নৌকার বিপক্ষে লড়বেন তারা!

মো.মোমিন ইসলাম / ৭৯৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৯:০১ অপরাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়া অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা ভাবছেন। এবার আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিদ্রোহী তকমা না দেওয়ার ইঙ্গিতে সেই ভাবনা যেন আরও বেগ পেতে যাচ্ছে। তাই নৌকা চেয়েও না পাওয়া অনেকেই নৌকার বিপক্ষে লড়াই করতে যাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ডজনখানেকের বেশি নেতা।

রোববার গণভবনে নৌকার মনোনয়নপ্রত্যাশী সবার সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভাতেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা বলেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। তাঁদের ভাষ্যমতে, স্বতন্ত্র প্রার্থীদের ওপর চাপ প্রয়োগ না করতেও নৌকার প্রার্থীদের প্রধানমন্ত্রী নির্দেশ দেন।

আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে স্বতন্ত্র প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। তাঁরা বলছেন, এবার আগে থেকেই নির্বাচনে না আসার ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। এতে করে মাঠে আওয়ামী লীগের শক্ত প্রতিপক্ষ নেই। স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে টানা তিনবার ক্ষমতায় থাকা আওয়ামী লীগের অনেক আসনে প্রার্থী বদলের ইঙ্গিত ছিল। তাই আগে থেকেই নিজ নিজ এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন নেতারা। বর্তমান সংসদ সদস্যের বিপক্ষে মনোনয়ন পেতে অর্থ খরচও করেছেন প্রচারে।

এ ছাড়া তাঁদের যাঁরা প্রচারে সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতিও দায়বদ্ধতা তৈরি হয়েছে। এখন স্বতন্ত্র প্রার্থিতার সুযোগ থাকায় তাঁরা ভোটের মাঠে থাকতে চাইছেন। আবার বর্তমান সংসদের ৭১ জন সদস্য নৌকার মনোনয়ন হারিয়েছেন। তাঁদের কেউ কেউ মনে করছেন, নৌকার বিপক্ষে লড়েও জয় পেতে পারেন তাঁরা। তাই তাঁরাও এবার লড়তে পারেন নৌকার বিপক্ষে।

কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে নৌকার বিপক্ষে লড়াই করবেন যারা:

কুষ্টিয়া – ১ আসনে নৌকার মনোনয়ন চেয়ে পাননি সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে স্থানীয় নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিষয়টি কুষ্টিয়ার সময়কে তিনি নিশ্চিত করেছেন। তাঁর বিপক্ষে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ কা ম সরওয়ার জাহান বাদশাহ।

কুষ্টিয়া ৩ (সদর) আসনে নৌকার বিপক্ষে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু। এই আসনে তার বিপক্ষে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

কুষ্টিয়া – ৪ আসনে মনোনয়ন চেয়ে পাননি সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার আগ্রহ প্রকাশ করে মনোনয়ন সংগ্রহ করেছেন বিষয়টি তিনি নিজেই কুষ্টিয়ার সময়কে নিশ্চিত করেছেন। এই আসনে আ.লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর