সারাদেশে চলমান লকডাউনের আজ পঞ্চম দিন। কুষ্টিয়ার কুমারখালীতে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। উপজেলা প্রশাসন ও পুলিশের তৎপরতায় পৌর এলাকায় কঠোরভাবে লকডাউন পালন হলেও গ্রামাঞ্চলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
সর্বাত্মক লকডাউন কার্যকর করতে দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম কুমারখালী পরিদর্শনে এসে জানান উপজেলায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে বিট পুলিশিং এর সহায়তা নেয়া হবে। তিনি আরো জানান লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।
এদিকে গত ২৪ ঘন্টায় কুমারখালী উপজেলায় আক্রান্ত ২৪জন এবং মৃত্যুবরণ করেন ২জন।
এ পর্যন্ত কুমারখালীতে আক্রান্তের সংখ্যা ১২৪৪ জন এবং মৃত্যু বরণ করেন ৩৬ জন।