কুষ্টিয়া`তে বাংলাদেশ পুলিশে ট্রেনিংরিক্রুট কনষ্টেবল (টি আরসি) পদে কোন রকম অর্থের লেনদেন বাদেই ১২০ টাকায় পুলিশে নিয়োগ পেয়েছে (৭৪) জন,এরই মধ্যে পুরুষ রয়েছে ৬৯ ও মেয়ে রয়েছে ৫ জন।
আজ দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যলয়ে কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এমন কথা বলেন পুলিশ সুপার খাইরুল আলম, খাইরুল আলম আরো বলেন রাষ্টীয় কাজে আজকে যাদের কনষ্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে এরা প্রত্যেকেই আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ নির্মানে কাজ করবে বলে আমি মনে কারি।