শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার!

মো.মোমিন ইসলাম / ৩২৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২১ জুন, ২০২৩, ৫:২৯ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া বাজারপাড়া এলাকা থেকে স্ত্রী ছাপাতন নেছা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.আব্দুল জব্বারকে (৬৪) গ্রেফতার করছে র‍্যাব। মেহেরপুর গাংনী উপজেলার রামনগর এলাকা থেকে জব্বারকে গ্রেফতার করা হয়।

বুধবার (২১ জুন) প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান র‍্যাব ১২ সিপিসি ১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

তিনি বলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া বাজারপাড়া এলাকায় নিজ স্ত্রী ছাপাতন নেছাকে যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল জব্বারকে (৬৪) বুধবার (২১ জুন) গভীর রাতে গাংনীর রামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, হত্যার ঘটনায় ২০১৩ সালে নিহতের ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় তার নামে মামলা করেন। পরে হত্যার বিষয়টি প্রমাণ হওয়ায় আদালত যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ডের রায় ঘোষণা করে গ্রেফতারি আদেশ দেন। গ্রেফতার আদেশের পর থেকে বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে তিনি পলাতক জীবন যাপন করে নিজেকে আত্মগোপন করে আসছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর