চাঁদার টাকা না দেয়ায় মারধর ও প্রমান ছাড়াও নারী নিয়ে ফাঁসালেন তারা। কুষ্টিয়ার সুনামধন্য সোহান‘স কোচিং এর নামে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গিয়েছে। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তিলে তিলে গড়ে উঠা কুষ্টিয়ার সুনামধন্য একটি প্রতিষ্ঠান সোহান‘স কোচিং সেন্টার। বিসিএস, ভার্সিটি ও মেডিকেল ভর্তি উচ্ছুক ছাত্র ছাত্রীদের আস্থার প্রতিক কোচিং সেন্টার হিসেবে সোহান‘স কোচিং সেন্টার এখন সবার শীর্ষে।
এই প্রতিষ্ঠানে কোচিং করে প্রতি বছর অসংখ্য ছাত্র ছাত্রী দেশের বিভিন্ন শীর্ষ স্থানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু একটি মহল প্রতিষ্ঠানের সাফল্যকে পুঁজি করে অর্থ দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। শুধু তাই নয় চাঁদার টাকা না দেয়ায় প্রতিষ্ঠানের কর্মচারীদের তুলে নিয়ে মারধরের ঘটনাও ঘটানো হয়েছে। এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের মালিক সোহান। মুলত চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় এই প্রতিষ্ঠানের মান ক্ষুন্ন করতে সেই কুচক্রিমহল উঠে পরে লেগেছে।
যেহেতু তারা সমাজের চোঁখে আপাত দৃষ্টিতে দেখা ভদ্র বেশে থাকা মানুষ তাই তারা উক্ত প্রতিষ্ঠানের একটি ছাত্রীকে দিয়ে মিথ্যা নাটক সাঁজিয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে প্রতিষ্ঠানের মালিক সোহান সহ ৩ জনের বিরুদ্ধে। সুত্রে জানা যায়, সেই ছাত্রী গত মঙ্গলবার এই প্রতিষ্ঠানে কোচিং করেছেন। তার সাথে কোন শিক্ষক বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোন ব্যক্তির সাথে কোন প্রকার ঝামেলা নেই। অথচ সেই ছাত্রীকে দিয়ে এই মিথ্যা নাটক সাঁজিয়ে প্রতিষ্ঠানের মান কেনো ক্ষুন্ন করা হলো এমন প্রশ্ন সবার।
নেই কোন ফোন রের্কড, নেই কোন ম্যাসেজ, নেই কোন সিসি ফুটেজ কোন কিছুই নেই তবে কেনো প্রতিষ্ঠানকে নিয়ে এমন নোংরা নাটক সাঁজিয়ে অপপ্রচার চালানো হলো এমনটি জানালেন প্রতিষ্ঠানের মালিক সোহান।