কুষ্টিয়ায় ব্যাপক আলোচিত শিক্ষার্থী রাব্বী হত্যাকাণ্ড মামলার আসামিদের আটক করেছে র্যাব। ২৫ সেপ্টেম্বর বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১২।
বিবৃতিতে জানানো হয় গত ৩০ আগস্ট পিকনিক কেন্দ্র করে কলহের জের ধরে দুষ্কৃতিকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন থেকে মৃত্যু হয় কুষ্টিয়ার দৌলতপুরের মসলেম আলীর ছেলে ১৯ বছর বয়সী রাব্বীর। নিহতের চাচার করা মামলার আসামি সোয়ায়েব বিশ্বাস, মাহি বিশ্বাস, মিদুল মন্ডল, রিদয় মন্ডল এবং তানহা মন্ডলকে রাজধানীর শাহবাগ থেকে আটক করা হয়।
স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান সাক্ষরিত বিবৃতিতে জানান হয়, আসামিদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।