কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তের বিলগাথুয়া এলাকাকে যেন মাদকের পাইকার হাট বানিয়েছে তোয়াজ আলীর ছেলে আকিদুল। মদ,ফেন্সিডিল,ইয়াবা,হেরোইন সহ অবৈধ পথে আসা ভারতীয় বিভিন্ন পণ্যের আড়ৎদার হয়ে উঠেছেন যুবক আকিদুল। গড়েছেন নিজস্ব সশস্ত্র গ্যাং।
সংশ্লিষ্ট ইউনিয়ন প্রাগপুরের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল নিশ্চিত করেন, আকিদুলের নামে এর আগে মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে। এখনও সে মাদক ব্যবসার সাথেই জড়িত।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক শীর্ষ নেতা জানান, বিলগাথুয়া এলাকায় মাদক ব্যবসায়ীর গ্রুপ লিডার আকিদুল সহ অন্যান্যরা মাদক ব্যাবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র যেকোনো সময় খুন জখম ঘটাতে পারে, আগেও একটি খুন হয়েছে। মাদক ব্যবসায়ীদের হাতে সাধারণ এলাকাবাসীও জিম্মি।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, মাদক ব্যাবসায়ীদের গডফাদার আকিদুল নিজের ব্যবসার বাঁধা হলে সাধারণ মানুষকেও অবৈধ মাল দিয়ে ফাঁসিয়ে দেয়। কেউই ছড়ি ঘুরাতে পারেনা আকিদুলের মাদক রাজত্বে। আটকাতে পারেনা আকিদুলের মাদকব্যবসা। বিশ্বস্ত সুত্রে পাওয়া গেছে, আকিদুলের নেতৃত্বাধীন ১২-১৪ জনের একটি দল মাসে অন্তত ৫০ লাখ টাকার মাদক চোরাচালান করে। গড়ে তুলেছেন টাকার পাহাড়। এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করতে আকিদুল চলেন দেশী-বিদেশী অবৈধ অস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে।
এসব প্রসঙ্গে প্রাগপুর কোম্পানি কমান্ডার আবুল বাশার বলেন, আকিদুল চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং বেপরোয়া।
দৌলতপুর থানার নবাগত ওসি মাহবুবুর রহমান মিনে জানান, অভিযুক্তের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আমি সদ্য এখানে এসেছি,বিষয়টি দেখছি। কোনো মাদক ব্যাবসায়ীর আশ্রয় প্রশ্রয় চলবে না।
তবে, সবকিছু প্রকাশ্য দিবালকের মতো স্বচ্ছ হলেও কেন আকিদুল এখনও এসব চালিয়ে যেতে পারছে তা নিয়ে নানা প্রশ্ন জনমনে। এছাড়াও সীমান্তবর্তী এলাকাগুলোতে বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা।