বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

সরোয়ার পারভেজ, কুষ্টিয়া / ১৪৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ন

‘‘চলো গাছ লাগাই নিজ আঙিনা সবুজে সাজাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুষ্টিয়া সরকারি কলেজ,ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের অনুষ্ঠিতব্য ইনকোর্স পরীক্ষার শেষ দিনে স্মৃতিচারণের অংশ হিসেবে বিকেল ৫ ঘটিকার সময় ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে নিজ বিভাগের সামনে সারিবদ্ধভাবে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ৪ প্রজাতির ৬ টি গাছ লাগানো হয়। এতে অংশ নেয় বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ৭ জন শিক্ষার্থী।

বিভাগের চেয়ারম্যান, ভূগোল ও পরিবেশ বিভাগ,কুষ্টিয়া সরকারি কলেজের প্রফেসর ড. হ. জ. ম. হাসিবুশ শাহীদ এর উপস্থিতি ও নির্দেশনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী নয়ন মাহমুদ, তুহিন,রাকিব,সৌমিক, লেলিন,ইমদাদুল ও বিজয় কুমার পাত্র প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের সহযোগিতা করেন বিভাগের অফিস সহায়ক আবদুল্লাহ আল মামুন।

বৃক্ষরোপণের মূল উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্ম ও অন্যান্য শিক্ষার্থীরা যেন প্রকৃতকে লালন করতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর