কুষ্টিয়ায় ভুল চিকিৎসায় ফিরোজা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজনেরা হাসপাতালের ডাক্তারদের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার (১৯ জুন) সকাল ১১ টার দিকে শহরের থানা পাড়া এলাকায় অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
নিহত ফিরোজা খাতুন কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকার মো. আয়য়ুব আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাই, পিত্তথলিতে পাথর অপারেশনের জন্য আদ- দ্বীন হাসপাতালে ভর্তি করা হয় ফিরোজাকে। আজ সকাল সাড়ে ৯টার দিকে অপারেশনে নিলে ফিরোজার রক্তের চাপ বেড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় আদ- দ্বীন হাসপাতাল কতৃপক্ষ মান্নান হার্ট হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় তার।
নিহত ফিরোজা খাতুনের ছেলে অভিযোগ করে বলেন,আমার আম্মুকে সুস্থ অবস্থায় অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। তারপর আমি অপারেশনের জিনিসপত্র কিনতে বাহিরে আসি।সেগুলো কিনে নিয়ে গেলে ডাক্তার বলে রোগী অজ্ঞান হয়ে গেছে অপারেশন করতে পারবে না। তার পরক্ষণেই আমার আম্মু মারা যায়।
অপারেশন রুমে থাকা শিশু ওয়ার্ডের ইনচার্জ লাবণী আক্তার বলেন,রোগী আমাদের এখানে মারা যাইনি। অপারেশনের সময় শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মান্নান হার্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যেতে পারে।
ডা. মো. আমিরুল ইসলাম বলেন, রোগীকে অ্যানাস্থেসিয়া করা হয়েছিল। আমরা অপারেশনের আগে বলে নিই রোগীর কিছু হলে আমরা দায়ী নয়। রোগীর বয়স বেশি থাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে কুষ্টিয়া সদর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক সাহেব আলী বলেন, শুনেছি ডাক্তার অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু হয়েছে। আমরা এসে এখানে কোনো হামলার ঘটনা দেখিনি। তবে শুনেছি ডাক্তারের সাথে কথা কাটাকাটি হয়েছে।এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।