কুষ্টিয়া জেলার মিরপুর থানার অর্ন্তগত পোড়াদহ রেলষ্টেশন হতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে ৫০ এমএল এর ২১ বোতল ভারতীয় এলএসডি এবং ১৯টি কম্বল উদ্ধার করে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি।
রবিবার ( ০৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো.মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, বেনাপোল হতে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে (বেনাপোল টু ঢাকা) এলএসডির একটি বড় চালান বেনাপোল হতে ঢাকা যাচ্ছে।
এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া জেলার মিরপুর থানার অর্ন্তগত পোড়াদহ রেলষ্টেশনে অবস্থান গ্রহণ করে। বিকেল আনুমানিক সাড়ে চারটার সময় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বর্ণিত স্থানে পৌছালে বিজিবি টহলদল ট্রেনটি থামিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লশীর এক পর্যায়ে মালিকবিহীন অবস্থায় ৫০ এমএল এর ২১ বোতল ভারতীয় এলএসডি ও ১৯টি কম্বল উদ্ধার করে।
উদ্ধারকৃত এলএসডি ও কম্বলের আনুমানিক সিজারমূল্য ১০,৯৩,১৪,০০০/- (দশ কোটি তিরানব্বই লক্ষ চৌদ্দ হাজার) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি জানান উদ্ধারকৃত এলএসডি ও কম্বলের ব্যাপারে বিধি অনুযায়ী পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
You must be logged in to post a comment.