বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় বিজয় মিছিলে জুয়েল আহমেদ রনির নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী

নিজস্ব প্রতিবেদক / ১০৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৫:১৭ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে কুষ্টিয়ায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া পৌর চত্বর বিজয় উল্ল্যাস প্রাঙ্গন থেকে বিজয় র‍্যালি’ শোভাযাত্রা শুরু হয়। এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। পরে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেটে শেষ হয়।

এদিকে শোভাযাত্রা সফল করতে অমি-রনি ট্রান্সপোর্ট কুষ্টিয়ার ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট ব্যবসায়ী ও  সমাজসেবক জুয়েল আহমেদ রনি ও সিনিয়র যুগ্ন সম্পাদক  ৯ নং তেজগাঁও থানা আওয়ামী লীগ ও অমি-রনি ট্রান্সপোর্ট কুষ্টিয়ার ম্যানেজিং ডিরেক্টর জীবন আহমেদ অমির নেতৃত্বে শহরের ১৮নং ওয়ার্ড থেকে প্রায় ৪হাজার জনগন বিজয় শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকা, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ শাহা বিষ্ণু, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি জাকির হোসেন, পৌর কাউন্সিলর শাহিন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সেতু, সদর উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সহ নেতৃবৃন্দ।

অন্য দিকে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি অ্যাড. অনুপ কুমার নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, অ্যাড. শেখ হাসান মেহেদী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, মাযহারুল আলম সুমন, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সামস তানিম মুক্তি, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমূখ।

বিজয় শোভাযাত্রা সফল করতে শহরের  বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, তৃনমুল পর্যায়ের আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহণে জনতার ঢল নামে।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার-ফেস্টুন দেখা যায়। শোভাযাত্রায় বাজানো হয় বিভিন্ন ধরনের বাদ্য যন্ত্র।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের উন্নয়ন, শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে, বার বার দরকার শেখ হাসিনার সরকার, উন্নয়নের মার্কা নৌকা মার্কা সহ জয় বাংলা শ্লোগানে মুখরিত হয় শোভাযাত্রা র‍্যালি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর