শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় বিএনপির সাবেক তিন সংসদ সদস্য গ্রেফতার 

কুষ্টিয়ার সময় ডেস্ক / ১৯৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ২:১৪ অপরাহ্ন

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে তাদেরকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

বিএনপির সাবেক এই দুই সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান।

ওসি বলেন, মেহেদী আহমেদ রুমী এবং সোহরাব উদ্দিনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

এদিকে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

এবিষয়ে ( দৌলতপুর ভেড়ামারা) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল-মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দৌলতপুর থানা পুলিশ তাকে আটক করেছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিনই নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে, নেতাকর্মীদের নামে নতুন নতুন মামলা দায়ের করা হচ্ছে।

রাষ্ট্রক্ষমতা না ছাড়ার জন্য হামলা, মামলা করা হচ্ছে৷ গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর