শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় বিএনপির কর্মসূচি থেকে গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্রাট!

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ১৩০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ৯:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবী আদায়ের লক্ষে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপির কর্মসূচি থেকে গ্রেফতার হয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক মো.সামিউল হক সম্রাট,জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম নিশাতসহ ১১জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজার এলাকার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া -৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের বাসার সামনে থেকে থেকে তাদের আটক করা হয়।

জাতির পিতার হাতে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সমালোচনার তীরে বিদ্ধ সংগঠনটি। সংগঠনটির বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো, ছাত্রলীগ আর আগের ছাত্রলীগ নেই। এর মধ্যে শিবির এবং ছাত্রদলের অনুপ্রবেশকারী ঢুকে গেছে। শিবির-ছাত্রদল ঠেকাতে চলছে চিরুনি অভিযান,কিন্তু প্রশ্ন হলো, ছাত্রলীগে আদর্শ বিবর্জিতদের অনুপ্রবেশ কি একটি নতুন প্রবণতা? নাকি ছাত্রলীগকে বিতর্কিত করার এ এক কৌশল?

এ বিষয়ে জানতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

উল্লেখ্য গতবছর ১ মে ২০২২ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সেই কমিটির উপ অইন বিষয়ক সম্পাদক পদ পান মোঃ সামিউল হক সম্রাট।

ছাত্রলীগ নেতা সম্রাটের ফেসবুক ঢুকলে চোখে পড়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকারের ছবি ছেড়ে লিখেছেন জাকির হোসেন সরকার তার চাচা হন।বিভিন্ন সময়ে জাকির হোসেনের সরকারের পদযাত্রার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে সেগুলো পরবর্তীতে ডিলিট ও করে দেন তিনি। এছাড়াও রয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের সঙ্গে অসংখ্য ছবি।

এ ব্যাপারে কুষ্টিয়া সদর-৩ সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের বলেন, গতকাল আমার বাসার সামনে থেকে শান্তিপূর্ণ পদযাত্রা থেকে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত ছাত্রলীগ নেতা সামিউল হক সম্রাট সহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দেলোয়ার হোসেনের খাঁন বলেন, গতকাল বিএনপি পদযাত্রায় নাশকতার অভিযোগ সামিউল হক সম্রাট সহ বিএনপির ১১ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর