জাতীয় সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। বঙ্গবন্ধু আদর্শ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস সংস্কৃতির মাধ্যমে সমগ্র দেশে ছড়িয়ে দেওয়ায় সংগঠনটির লক্ষ্য।
প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন জেলায় কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ। সংগঠনটির কুষ্টিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এস. এস রুশদী এবং আবুল কাশেম আরিফকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় বিগত ১৩ই জানুয়ারি ২০২২ ইং তারিখে। উক্ত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠাতা সভাপতিকে পুনরায় সভাপতি রেখে পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললকে সাধারন সম্পাদক করে গত ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ ইং ২ বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা কমিটি অনুমোদন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক এবং সাংস্কৃতিক সংগঠক অভি চৌধুরী।
উক্ত কমিটিতে অন্যান্য পদে নির্বাচিত হন সিনিয়র সহ সভাপতি ডা. তৌহিদুল ইসলাম জামাল, তিতাস রহমান, সহ সভাপতি নুরুন্নাহার সীমা, অ্যাড. সুদীপ্ত সিনহা অন্তু, শেখ আবুল কাশেম আরিফ, সহকারী অধ্যাপক মো: হাসিবুর রহমান তামিম, মো: রাজু আহম্মেদ, সূফী সাজেদুল হক ডালিম, মো: সেলিক রেজা, যুগ্ম সম্পাদক মো: আরাফাত হোসেন শামীম, রকিবুল ইসলাম শুভ, প্রত্যয় দাস, আবীর হাসান স্বাধীন সাংগঠনিক সম্পাদক পার্থ কুমার দে, রাফায়েল হক অঙ্কন, অর্ঘ্য বিশ্বাস, ইফতেকার মাহমুদ প্রত্যয়, দপ্তর সম্পাদক ইশরাক জাহান প্রান্তিক, সাহিত্য সম্পাদক প্রসাদ বিশ্বাস, অর্থ সম্পাদক ইব্রাহিম হোসেন প্লাবন,
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান, আইন সম্পাদক অ্যাড. আসাদুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক সহকারী ডা. তৌফিক হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক সানজিদ ইসলাম রুদ্র, তরুণ প্রজন্ম সম্পাদক শাম্মী আক্তার, নারী ও শিশু সম্পাদক মাহিয়া ইসলাম মৌ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সিফাউল ইসলাম রবিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক স্বপ্না রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক রহমান মুন্না, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুল্লাহ নাফিজ, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক মো: মোতালেব বিশ্বাস লিখন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সামাদ আলী খোকন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক চয়ন আহমেদ, কার্যনিবার্হী সদস্য মিনহাজ উদ্দিন শিমুল, জনি সরকার, মাহফুজুর রহমান ফরিদ, মো বিল্লাল হোসেন, ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসান বাপ্পী, নাহিদুজ্জামান শয়ন, রজিবুল ইসলাম রবিন, মুনীষ ঘোষ, অনয় সাহা, অবনি জারা, রহির হাসান, ইমাম মেহেদী, পান্থ শাহরিয়ার অর্পণ, রায়হান শেখ, আবু তালহা প্রিয় এবং অভিষেক পাল অপু।
কুষ্টিয়া জেলা কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পরিচিতি সভা সম্পন্ন করে ৫ মাসের মধ্যে ৬ টি উপজেলা এবং ৫ টি পৌরসভা কমিটি অনুমোদন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি চৌধুরী। নতুন কমিটিকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যত কর্মকান্ড ও কর্মী সংগঠকদের সফলতা কামনা করেন।