কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ইবি থানার লক্ষিপুর গোরস্থান সংলগ্ন এলাকায় টলি গাড়ির চাপায় এক কিশোর নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যাইনি বয়স আনুমানিক ১২ বছর। আজ সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার হরিশংকপুর এলাকায় অবৈধ টলি গাড়ির ধাক্কায় মো.আলী (১৪) নামে দশম শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সকাল ৯ টার দিকে পৌরসভার হরিশংকরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলী কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা কারিগরপাড়া এলাকার ব্যবসায়ী মো.হাসানের ছেলে আলী সাঁওতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আলী সকালে নিজ বাড়ী সাঁওতা থেকে বাইসাইকেল চালিয়ে শহরে যাওয়ার সময় বোঝাইকৃত টলি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সোহেল রানা বলেন, পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।