সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জয় বাংলা ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে জয় বাংলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জিলানী রহমান ও সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন সাকিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে মো.জীবন শেখকে সভাপতি মো.রবিন হোসাইন রাজকে সাধারণ সম্পাদক ও মো.মোমিন হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আজ সকালে আংশিক এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মো.সবুজ আহমেদ,রাসেল,রাহুল বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন,কামরুল বিশ্বাস,আলামিন হোসেন,সাংগঠনিক সম্পাদক, মো.শান্ত শেখ,রাকিব হাসান,প্রচার সম্পাদক ফাহাদ হোসেন,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ হোসেন রাব্বি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য জয় বাংলা ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো। সেই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।