শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় গুমের মামলা, হানিফ-আতাসহ আসামি ১২

কুষ্টিয়ার সময় অনলাইন / ১৮৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজকে গুমের ঘটনায় কুষ্টিয়ায় মামলা দায়ের হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সবুজের ভাই আরিফুল হোসেন সজিব কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন।

আদালত মামলাটি গ্রহণ করে সদর থানা পুলিশকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন।

জানা যায়, সদর আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ,তার চাচাতো ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ এবং তৎকালীন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুসহ ১২ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এই মামলায় আক্তারুজ্জামান লাবুকে প্রধান আসামি, মোমিনুর রহমান মোমিজ ২ নম্বর, মাহাবুবুল আলম হানিফ ৩ নম্বর এবং তার ভাই আতাউর রহমান আতাকে ৬ নম্বর আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর