শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন!

সোহাগ মাহমুদ / ১১১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১:২৫ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী খবির উদ্দিনকে (৪৪) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি খবির উদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কান্দিরপাড়া এলাকার মৃত আলিম উদ্দিন মন্ডলের ছেলে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। হেরোইন, ফেনসিডিল, গাঁজা, মদ সহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করতেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৬ অক্টোবর রাত ৯টার দিকে দৌলতপুর উপজেলার কান্দিরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে খবির উদ্দিনের কাছে থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা হয়।

দায়ের করা মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ১(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি খবিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর