শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

কুষ্টিয়ায় উৎসর্গ ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:৫২ অপরাহ্ন

আজ ১০ই ফেব্রুয়ারী, বিকাল ৫ টায় কুষ্টিয়া থানাপাড়া অস্থায়ী কার্যালয়ে উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সংগঠনটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, উৎসর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইমরুল কায়েস ২০১৬ সালে মহৎ উদ্যোগ নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠা করেন। বিগত ৮ বছরে দেশের অধিকাংশ জেলা এবং বিদেশী শাখা কমিটির মাধ্যমে সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে চলেছে।

উৎসর্গ ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটিত নির্বাহী পরিচালক এস.কে শাহরিয়ার পান্নার দিক নির্দেশনা ও খুলনা বিভাগীয় সমন্বয়ক শাহেদ খানের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সংগঠনটির কুষ্টিয়া শাখার উপদেষ্টা ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাবেক আহবায়ক রাকিবুজ্জামানা তানিম, মিরপুর উপজেলার ধুবাইল ইউপি সদস্য মাহফুজুর রহমান ফরিদ, রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী ও রোভার স্কাউট সদস্য আফিয়া হুমাইরা তাবাসসুম, উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক পলাশ আহমেদ, প্রযুক্তি পেশাজীবী কবির উদ্দিন রাজন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারি চিকিৎসক তৌফিক আহমেদ, ক্রীড়াবিদ সাহেদ হোসেন প্রেম, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী মাহিয়া ইসলাম মৌ, আরফান সৌরভসহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেন কুষ্টিয়া মেডিক্যাল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিশনের সাবেক সভাপতি ডা. চঞ্চল মাহমুদ ও ডিপ্লোমা ফিজিওথেরাপি এসোসিয়েশন অব বাংলাদেশের সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জ্বিলানী। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন থানাপাড়া বাধ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন।

আলোচনা সভায় আগামীতে কুষ্টিয়া জেলায় উৎসর্গ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক আলোচনা করা হয়৷ দোয়া মাহফিলে সংগঠটির প্রতিষ্ঠাতা সহ সকল সদস্য এবং দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর