কুষ্টিয়ায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন অনিক (২২),সাগর-(২৪) ও সোহান (২০) নামে তিন যুবক। ১৯ জুন (সোমবার) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের চাউলের বর্ডার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার যুবকেরা কুষ্টিয়ার কৃতি সন্তান নর্দান আয়ারল্যান্ড ইউকে আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইউনাইটেড কিংডম (বর্তমান) এক্সিটার ও কর্ণনয়েল, ডেভন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খন্দকার মাহাতাবুল হক জয় এর সমর্থক। এঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি অনিক (২২), পিতা- মৃত আলী হোসেন বাচ্চু, সাং-ব্লক-সি, হাউজিং এষ্টেট, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। এই মর্মে আপনার থানায় হাজির হইয়া অভিযোগ দায়ের করিতেছি যে, গত ১৯/০৬/২০২৩ ইং তারিখ রাত অনুমান ৯.৩০ ঘটিকার সময় আমি এবং আমার সহযোগী ১। সাগর (২৪), ২। সোহান (২০) চাউলের বর্ডার মোড়ে আনিছ কোরেশী অফিসের সামনে আওয়ামী লীগ নেতা খন্দাকার মাহাতাবুল হক জয়ের পক্ষ হইতে দেয়ালে ঈদ শুভেচ্ছার পোষ্টার লাগানোর সময় অজ্ঞাতনামা ২০/২৫ জন দূর্বত্ত-সন্ত্রাসীরা লাঠিসোঠা নিয়া আসিয়া অতর্কিতভাবে আমাদের উপর হামলা করিয়া আমাদেরকে চর, থাপ্পর মারিয়া আমাদের নিকট হইতে পোষ্টার ও পোষ্টার লাগানো অন্যান্য সামগ্রি ছিনাইয়া নেয়। আমাদের উপর হামলাকারী দূর্বত্তরা এই বলিয়া হুমকি প্রদান করিয়াছে।
আমরা আবারও পোষ্টার লাগাইতে গেলে তাহাদের দ্বারা খুন-জখমসহ আমাদের যে কোন ধরনের ক্ষতি সাধন হইতে পারে বলিয়া আমরা আশংকা করিতেছি। এমতাবস্থায় উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরী।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ইনচার্জ (ওসি তদন্ত) মোহাম্মদ জহুরুল ইসলামের সাথে কথা বলতে যাওয়া হলে তাকে পাওয়া যায়নি।