কুষ্টিয়া শহরের চাঁদমহাম্মদ সড়কস্থ জাকেরা সৃজন টাওয়ারে দেশের বৃহত্তর লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং আউটলেট এর ২৭তম কেন্দ্র উদ্বোধন হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় টাওয়ারের প্রথম ও দ্বিতীয় তলায় এই বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম।
এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও চ্যানেল আই’এর কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুসহ আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, আড়ং তার গ্রাহকদের চাহিদা মেটাতে এবং বাংলাদেশী কারিগরদের হস্তশিল্পের পণ্যের প্রচার ও প্রসারের জন্য সারাদেশে তার পরিধি বিস্তৃত করে আসছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় একটি আউটলেট খুলে এই অঞ্চলের মানুষের সেবা করতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত। আড়ং সব শ্রেনীর ক্রেতার পছন্দ ক্রয় ক্ষমতার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
কুষ্টিয়ার এই আউটলেটে নারী-পুরুষ ও শিশুদের পোশাক,বাড়ির সাজসজ্জা গহনাসহ আড়ং এর সাব ব্র্যান্ড তাগা,তাগা ম্যান, এবং আড়ং আর্থ এর পণ্যগুলো পাওয়া যাবে।