আগামীকাল সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কালপুরুষ- কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে বটতৈল ইউনিয়ন পরিষদের খাজানগর এলাকায় অবস্থিত মেডিল্যাব ডায়গনস্টিক সেন্টারে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য যে কুষ্টিয়া সদর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড গুলোতে পর্যায়ক্রমে কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং মেডিল্যাব ডায়গনস্টিক সেন্টারের সহযোগিতায় দুস্থ, নিপীড়িত ও অসহায় নাগরিকদের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজনের মূল উদ্দেশ্য।
সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও সমন্বয়ক এবং কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল বলেন, ” কুষ্টিয়ার প্রান্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবার প্রদানের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের কার্যক্রমে ও প্রচেষ্টাগুলো গণমানুষের সামনে তুল ধরাই আমাদের মূল লক্ষ্য ”
কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান এবং কুষ্টিয়া মেডিক্যাল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. চঞ্চল মাহমুদ বলেন, ” আমরা এ ভূমির সন্তান, চিকিৎসা সেবা দিয়ে অর্থ উপার্জনই একজন চিকিৎসকের উদ্দেশ্য নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা নিজ এলাকা মানুষের পাশে বিনামূল্যে চিকিৎসা সেবা, আইনি পরামর্শ, পেশা পরামর্শ ও শিক্ষা উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে কুষ্টিয়া সদর ও পৌর এলাকার নাগরিকদের পাশে থাকতে চাই ”
উক্ত কর্মসূচিতে দিনব্যাপী মেডিসিন, গাইনি, শিশু, বাত ব্যথা, চর্ম, কান-নাক-গলা এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। সিরিয়ালের জন্য যোগাযোগ: ০১৯৪৪১০৪৯৪০ নম্বরে। যেকোনো এলাকার রোগীর জন্য এই সেবা ফ্রী।