মুসলিম উম্মার সব থেকে বড় উৎসব ঈদ উৎসব। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর। প্রতিটি মানুষেরই আশা এবং আকাঙ্ক্ষা থাকে ঈদের দিন সুস্বাদু কিছু খাবারের। কিন্তু স্বাদ এবং সাধ্যের কাছে হেরে যাই সমাজের পিছিয়ে পরা অসহায় এবং দুস্থ মানুষগুলো। নতুন জামা পরে একটু সেমাই মুখে দিয়ে ঈদগাহে যাবে এমনটি প্রত্যাশা থাকে সকলের। এসব অসহায় ও দুস্থ মানুষের প্রত্যাশা স্বল্প পরিসরে পূরণে কাজ করে যাচ্ছে কুষ্টিয়ার, কুমারখালীর ব্লাড ডোনেশন ক্লাব নামক একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি জুরুরি ভিত্তিতে ব্লাড সরবরাহের কাজের পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গী হয়ে থাকেন। এতে পরিচিতির পাশাপাশি প্রশংসাও কুরিয়েছে সমাজে।
সংগঠনটিতে যারা কাজ করে তারা অধিকাংশই ছাত্র -ছাত্রী। সারা বছরের গচ্ছিত টাকার একাংশ দুস্থ এবং অসহায় মানুষের কল্যাণে ফান্ডিং এর মাধ্যমে ব্যয় করে থাকেন। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের এবারে ঈদ আনন্দ বেগবান করতে সংগঠনটি ঈদ সামগ্রীর আয়োজন করে। এবং তা বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসে।
সভাপতি আসিফ রাহাত ও সাধারণ সম্পাদক সাগর শেখ নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠনের এক ঝাঁক তরুণ তরুণী তা সম্পন্ন করেন। যাদের অক্লান্ত পরিশ্রমে আয়োজন সম্পন্ন তাদের একাংশ সহ সভাপতি জুয়েল রানা,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম অন্তর, সোহেল, আমিনুল, ইয়াছিন আরাফাত , পলাশ, নাইম, সিপন হোসেন কারী সাইফুল্লাহ, বন্যা,মিম,তুলি নুরআমিন, হাবিল, উৎসব প্রমুখ।
উল্লেখ্য ব্লাড ডোনেশন ক্লাবের সদস্যরা জরুরি মুহুর্তে রোগীদের রক্তের চাহিদা মেটানো সহ, সমাজের অবহেলিত এবং পিছিয়ে পরা মানুষদের জন্য কাজ করে আসছে দীর্ঘ সাত বছর ধরে। এবারে ঈদ উপলক্ষে এখন পর্যন্ত ৩৫ থেকে ৪০টি পরিবারের মাঝে ঈদ উপহার নিত্য প্রয়োজনীয় ১৬ প্রকার খাদ্য উপকরণ দিয়ে সাজানো হয় উপহারের ব্যাগ এবং তা অসহায় এবং দুস্থ মানুষের বাড়িতে পৌঁছে দেন তারা।