শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

কুমারখালী ও খোকসায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

তানভীর লিটন, কুমারখালী / ৫৪৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৮:২০ পূর্বাহ্ন

 

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় আগামী ২৬- শে ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আজ চেয়ারম্যান ও সাধারণ,সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে উপজেলা চত্বরে আসতে শুরু করে। ব্যপক উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক বেছে নেয়।তবে যে সব ইউনিয়ন ও ওয়ার্ডে একই প্রতীক একাধিক প্রার্থী চেয়েছেন সেখানে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিষ্পত্তি করা হয়।

এবারের নির্বাচনে রাজনৈতিক দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের জন্য দলীয় প্রতীক ছিল ৪০ টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১০ টি প্রতীক ছিল। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের সব চেয়ে পছন্দের প্রতীক ছিল আনারশ ও মোটরসাইকেল।

অন্যদিকে সাধারণ ওয়ার্ড সদস্যদের (পুরুষ) জন্য সর্বমোট প্রতীক ছিল ১২ টি ও সংরক্ষিত আসনের সদস্য (মহিলা) প্রার্থীদের জন্য ছিল ১০ টি প্রতীক। সাধারন ওয়ার্ড সদস্যদের পছন্দের প্রতীক ছিল মোরগ,ফুটবল,ঘুড়ি,তালা,বৈদ্যুতিক পাখা ও কল। সংরক্ষিত আসনের প্রার্থীদের পছন্দের প্রতীক ছিল মাইক,কলম,তালগাছ ও সূর্যমুখী ফুল।

এই নির্বাচনে কুমারখালী উপজেলার ১১ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর জন্য মনোনয়ন দাখিল করে ৬৭ জন,তন্মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল করে ৬৬ জনের প্রার্থিতা বৈধ্য ঘোষণা করা হয়।গতকলা প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে।

সংরক্ষিত মহিলা সদস্য ১২২ টি মনোয়নপত্র বৈধতা পেয়েছিল। তন্মধ্যে প্রত্যাহার হয়েছে ৪ টি। এবং সাধারণ সদস্য পদে-৪২৮ টি বৈধতা পেয়েছিল। তন্মধ্যে প্রত্যাহার হয়েছে ৩৬ টি।

খোকসা উপজেলায় ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪৫ জন মনোনয়ন পত্র দাখিল করে।প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তন্মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক জন নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

সেই সাথে সাধারণ মেম্বার প্রার্থীদের মোট মনোনয়নপত্র জমা দেন ৩০৩ জন এদের মধ্যে থেকে ২২ জন প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করবে ২৭৮ জন।
সংরক্ষিত সদস্য ৯৬ জন প্রার্থীর মধ্যে কেউ প্রত্যাহার করেনি।

কুমারখালী উপজেলার ১১ টি ইউনিয়নে ১২৩ টি ভোট কেন্দ্রে ৭৩২ টি ভোট কক্ষে ভোটাররা ভোট প্রদান করবেন।

নির্বাচনে খোকসা উপজেলার ৯ টি ইউনিয়নের সাধারণ ৮১ টি ও সংরক্ষিত আসনের ২৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।সর্বমোট ভোট কক্ষ ৩৩৪ টি ও অস্থায়ী ৫ টি ভোট কক্ষ থাকবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে আরো জানা গেছে, কুমারখালী উপজেলার ১১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লক্ষ ৪৯ হাজার ৯৩৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ ২৬ হাজার ২৯৯ এবং মহিলা ভোটার সংখ্যা এক লক্ষ ২৩ হাজার ৬৩৯ জন।

এছাড়াও খোকসা উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৩ হাজার ৭৭৫ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৪৬ হাজার ৮৩৭ ও মহিলা ভোটার ৪৫ হাজার ৯৩৮ জন।

এবিষয়ে কুমারখালী নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শিরিনা আক্তার বানু ও খোকসা উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম জানান, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা চত্বর পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর