কুষ্টিয়ার কুমারখালীতে আলাউদ্দিন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকালে আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর এজিএম, বিশিষ্ট সমাজসেবক, আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সেজাউর রহমান সেজা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সেজাউর রহমান সেজা বলেন, শিক্ষায় জাতির মেরুদন্ড এই কথাকে বাস্তবায়ন করতে হলে তোমাদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নিয়মিত পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। তাহলে যুব সমাজ মাদক থেকে রক্ষা পাবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দলালপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনসহ বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার বিতরন ও পুরস্কার বিতরণী করা হয়।