কুষ্টিয়ার কুমারখালীতে ‘৩৩৩’ কল দিলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে কলদাতার বাসা – বাড়িতে হাজির হচ্ছেন ইউএনও।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধায় পৌরসভার চারজনের বাসায় ১১ পদের খাবার সামগ্রী নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, চলমান পরিস্থিতিতে অনেকে কর্মহীন ও অসহায় হয়ে পড়েছেন। অনেকে নিরোপায় হয়ে ‘৩৩৩’ কল দিচ্ছেন। কল পেয়ে আমরা তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌছে দিচ্ছি। তিনি আরো বলেন, করোনাকে ভয় না পেয়ে সরকারি নির্দেশনা মেনে মোকাবেলা করতে হবে।