“প্রতিদিন হোক নিরাপদ দিন, সড়ক দুর্ঘটনা কে বিদায় দিন ” সড়ক ও জনপথ বিভাগের এমন স্লোগান লাগানো বিলবোর্ড ভেঙ্গে পড়েছে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে।
সোমবার সন্ধ্যা সাতটার সময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মাঝে আলাউদ্দিন নগর এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজবাড়ির দিক থেকে একটি পাট বোঝাই ট্রাক কুষ্টিয়ার দিকে যাবার পথে বিলবোর্ডটির সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি রাস্তার মাঝে আটকে যায়। পরবর্তীতে ওই ট্রাকটি পিছনের দিকে গেলে বিলবোর্ড ভেঙ্গে মহাসড়কের মাঝে পড়ে যায়। মহাসড়কের মাঝে বিলবোর্ডটি পড়ে গেলে ট্রাকটি চলে যায়।
তবে সে সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিলবোর্ডটি এমন অবস্থায় থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, মূলত এই বিভক্তি নিচু হওয়াতে এবং ঝালাই নিম্নমানের হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে বিলবোর্ডটি রাস্তার মাঝে এভাবে থাকাতে সাবলীল চলাচল বিঘ্ন ঘটছে, সেই সাথে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী(কুষ্টিয়া) পিয়াস কুমার সেন জানান, বিষয়টি মাত্রই শুনেছি, এখনই খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।