কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্ৰামের সাহেব আলী (৫০) তার ২ একর জমি চর ভবানীপুর মাঠে।( ৬) মার্চ সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ একর জমির আখ পুড়ে ছাই। এতে ধারণা করা হচ্ছে আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা সাহেব আলী ও স্থানীয়রা কেউ বলতে পারছেন না।
আখ চাষি সাহেব আলী জানান, গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে মাঠের কাজ করে বাড়িতে যায়।কিছুক্ষণ পরে মাঠে আগুন দেখতে পায় আগুন দেখে আমি মাঠে এসে দেখি আমার নিজের আখ ক্ষেতে আগুন লেগেছে। আগুন দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি।
পরে আমাকে কুমারখালী হাসপাতালে নেওয়া হয়।সাহেব আলী অশ্রুসিক্ত চোখে বলেন, আমি দুই লাখ টাকা ধার করে আখ চাষ করেছিলাম।এখন কি করে এই টাকা শোধ করবো। আমার কোন শত্রু নেই, এমন কাজ জানো কোন কৃষকের না হয়।
কুমারখালী উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস বলেন, আমি এখনো অগ্নিকাণ্ডে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এই ঘটনার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।