শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

কুমারখালীর হাসপাতালে করোনার টিকা গ্রহণকারীদের উপচে পরা ভীড় 

এনামুল হক ইমন, কুমারখালী (কুষ্টিয়া) / ২১৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ১:০৫ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে করোনা ভাইরাসের টিকাদানের তৃতীয় দিনে হাসপাতাল চত্বরে উপচে পরা ভীড় লক্ষ্য করা গেছে। যেকারনে ব্যাপকহারে স্বাস্থ্য বিধি লংঘন হচ্ছে। টিকা গ্রহনকারী অনেকেই টিকা না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছে। 

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি বুথের মাধ্যমে পুরুষ ও মহিলাদের করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে। বৃহস্পতিবার  ১২ টার দিকে হাসপাতালে এসে টিকা না পেয়ে বহু মানুষ ফিরে গেছেন। টিকা নিতে এসে না পেয়ে অনেকের মাঝে প্রচন্ড ক্ষোভ লক্ষ করা গেছে।  টিকাগ্রহন করতে আসা অনেকে জানান তারা মোবাইলে ম্যাসেজ পেয়েছেন ১৫ তারিখে টিকা গ্রহণের। বেলা ১২ টার সময় হাসপাতালে এসে দেখেন মহিলা বুথে টিকাপ্রদান চলমান থাকলেও পুরুষ বুথে টিকা প্রদান বন্ধ। তারা এ বিষয় নিয়ে কথা বলতে গেলে হাসপাতালের কর্মচারীরা দায়সারা গোছের জবাব দিচ্ছেন। তারা আরো বলেন আজকের তারিখে টিকাগ্রহনের ম্যাসেজ পেয়েছি পরবর্তীতে টিকা দিবে কিনা সেটাও পরিস্কার করে কেউ বলেনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন জানান, করোনার ভ্যাকসিন প্রথম ডোজ ২ হাজার ২ শত ও দ্বিতীয় ডোজ ২ হাজার ২ শত বরাদ্দ  পেয়েছি। কিন্তু রেজিষ্ট্রেশন করেছে ইতিমধ্যে ৭হাজার ৫ শতের অধিক। ইতিমধ্যে ৫ হাজার ৫ শত ঘাটতি রয়েছে।  যেকারণে হাসপাতালের কনফার্মেশন ম্যাসেজ ছাড়াই  টিকাগ্রহনের জন্য ভীড় করছে জনগণ। মোবাইলে ম্যাসেজ প্রাপ্ত  যারা বৃহস্পতিবার  টিকা পায়নি তাদের শনিবার দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর