শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

কুমারখালীর মিয়াভাইয়ের ২৪তম প্রয়াণ দিবস পালন

মোশারফ হোসেন / ৬৭৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১, ৬:১৯ অপরাহ্ন

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীর মিয়াভাই খ্যাত সাবেক সংসদ সদস্য আবুল হোসেন তরুনের ২৪তম প্রয়াণ দিবস।

আবুল হোসেন তরুন ১৯৯৭ সালের ৯ই মার্চ ঢাকার সোহরাওয়ার্দী হসপিটালে হার্ট অ্যাটাক হয়ে তিনি মারা যান। তিনি সাবেক সংসদ সদস্য শহীদ গোলাম কিবরিয়া জ্যেষ্ঠ পুত্র।

কুষ্টিয়া জেলার মিয়া ভাই খ্যাত জননেতা আবুল হোসেন তরুনের (২৪) প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কুমারখালীর পৌর মেয়র সামছুজ্জামান অরুণ, উপজেলা আওয়ামী লীগের রিস্তাক করিম, আতাউর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন-অর রশিদ, সিনিয়র সহসভাপতি রবিউল আওয়াল পৌর যুবলীগের সভাপতি তুহিন শেখ, চাপড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক মনজু, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ জনি।

সভায় বক্তারা কৃর্তীমান এই রাজনীতিবিদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। বলেন, জননেতা আবুল হোসেন তরুনকে প্রজন্ম থেকে প্রজন্ম তার অবদানের কথা মনে রাখবে। আলোচনা শেষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর