বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

কুমারখালীর ভরুয়াপাড়ার মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

এস এম আকরাম / ২৩২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৭:৫৭ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া দক্ষিনপাড়া মাঠ থেকে মজির উদ্দিন(৪৩) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

শনিবার (১৭ এপ্রিল) সকালে ভড়ুয়াপাড়া দক্ষিণ পাড়া মাঠ থেকে লাশ উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান কুষ্টিয়ার সময়কে জানান, উপজেলার ভড়ুয়াপাড়া দক্ষিণ পাড়া মাঠে ভোরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গেলে একটা লাশ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

তিনি আরো বলেন, নিহতের মজির উদ্দিন ভড়ুয়াপাড়া গ্রামের হায়াত আলীর ছেলে । তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ মাঠে ফেলে রেখেছে দুর্বৃত্তরা । পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর