কুষ্টিয়ার কুমারখালীতে নবাগত ইউএনও মাহবুবুল হক যোগদান করেছেন। উপজেলার ২৪ তম ইউএনও হিসেবে যোগদান করেন তিনি।রবিবার (১০ ডিসেম্বর,২৩) প্রথম কর্মদিবসের মধ্যদিয়ে তিনি অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেন। এর আগে তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় কর্মরত ছিলেন।
নতুন কর্মস্থলে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, উপজেলা-ইউনিয়ন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গরা ফুলেল শুভেচ্ছা জানান এ কর্মকর্তাকে। পরে নবাগত ইউএনও মাহবুবুল হক কে ফুলের তোরা নিয়ে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।