শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

কুমারখালীর জগন্নাথপুরে বাড়ির আঙ্গিনা থেকে গৃহবধূর মৃত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১০৯৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১, ২:০৬ অপরাহ্ন

কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মোঃ সুমন হোসেনের (২৬) স্ত্রী রেশমা খাতুন (২৪) নামে এক গৃহবধূর বাড়ির আঙিনা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। (২৭) ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের স্বামী সুমন সহ শ্বশুর বাড়ির কাউকে খুঁজে পাওয়া যায়নি। নিহতের পরিবারের দাবি হত্যা করে বাড়ির আঙ্গিনায় খড় দিয়ে ঠেকে রাখা হয় রেশমা কে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

নিহত রেশমার বাবার বাড়ি কুমারখালী তেবাড়িয়া গ্ৰামে। রেশমার ভাই সুজন হোসেন জানান ১ বছর বিবাহিত জীবনে তার বোনের উপর অমানুষিক নির্যাতন করতো সুমন। গত ২৫ তারিখে বোনের সঙ্গে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এর পর থেকেই অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পেয়ে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। আজ মৃত দেহ উদ্ধার করা হয় সুমনের বাড়ির পাশ থেকে খড় দিয়ে ঢাকা অবস্থায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, হোগলা থেকে রেশমা নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন ধারণা করা হচ্ছে রেশমা কে হত্যা করে বাড়ির আঙ্গিনায় খড় দিয়ে ঢেকে রাখা হয়।এ ঘটনায় নিহত রেশমার স্বামীকে থানা হেফাজতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর