কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খোকসা- কুমারখালী আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের প্রতিনিধিদের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় রবিবার (১৫) আগস্ট বাঁধ বাজার ফুটবল মাঠে বিকাল ৫ ঘটিকার সময় ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হারানোর মাস বাঙালির শোকের মাস আগস্ট। এ মাসেই আজকের এই দিনে জাতির ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়ের সূচনা হয়েছিল। রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যা করা হয় আজকের এই দিনে।
আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-১৯৭৫ সালের এই দিনে রাষ্ট্র হারায় তার স্থপতিকে।
জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে আর আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ট নেতাকে। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমার সবচেয়ে বড় গুণ, আমি আমার দেশের মানুষকে ভালোবাসি। আর আমার দোষ, তাদের আমি বেশি ভালোবাসি।’ দেশ আর মানুষের প্রতি যার ছিল এই অগাধ ভালোবাসা; যার হাতে জ্বলেছে বাঙালি জাতির দুয়ারে উদ্দীপনার আলো; তাকেই নৃশংসভাবে গুলি করে হত্যা করে নিষ্ঠুর ঘাতকরা। অমানিশার অন্ধকারে ঢেকে দেয় গোটা বাংলাদেশ। ভোরের আলো ফোটার আগেই ধানমন্ডিতে ৩২ নাম্বারে রচিত হয় ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। অতপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় ।
মোঃ শফিকুল ইসলামের সঞ্চলনায় মনির হাসান রিন্টুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুমারখালী পৌরসভার পৌর মেয়র সামছুজ্জামান অরুন, বিশেষ অতিথি মোঃ রিস্তাক করিম,যুগ্ম সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা আওয়ামী লীগ, আতিয়ার রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী,সালাউদ্দীন খান তারেক, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ মহব্বত হোসেন, কুমারখালী উপজেলা যুবলীগ, তরিকুল ইসলাম তরুন, যুগ্ম সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা যুবলীগ, মোহাম্মদ আলী কুটিন, সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবলীগ, ইমরুল হক লিংকন, সভাপতি কুমারখালী উপজেলা মৎস্যজীবি লীগ, সাইদুল ইসলাম সাব্দুল, সাবেক চেয়ারম্যান চাপড়া ইউনিয়ন পরিষদ, এনামুল হক মঞ্জু, সাবেক চেয়ারম্যান চাপড়া ইউনিয়ন পরিষদ, মোঃ আলতাফ হোসেন মোল্লা, জেলা যুবলীগ, মোঃ এস এম রাশেদ টোটো, চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ মিজানুর রহমান মুসা এমপি প্রতিনিধি চাপড়া ইউনিয়ন, সামছুজ্জামান লাল্টু, সভাপতি চাপড়া ইউনিয়ন মৎস্যজীবি লীগ। খাইরুল ইসলাম খোকন, সভাপতি চাপড়া ইউনিয়ন যুবলীগ, মোঃ ইশারত আলী, সহ সভাপতি চাপড়া ইউনিয়ন যুবলীগ, এছাড়া এ সময় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেত্ববৃন্দুরা উপস্থিত ছিলেন।