বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

কুমারখালীর গড়াই নদীতে নেমে শিক্ষার্থী নিখোঁজ, ৮ ঘন্টা পার হলেও হইনি উদ্ধার 

কুষ্টিয়ার সময় অনলাইন / ২৪৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে গোসল করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর নাম তানভীর (২৩)। তিনি ঢাবির ফার্মেসি বিভাগের শেষ বর্ষের ছাত্র। সোমবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কুমারখালী উপজেলার মাস-উদ-রুমী সেতু সংলগ্ন রেলব্রীজের নীচে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট তার সন্ধানে কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে ঢাবির ১৩ শিক্ষার্থী মাইক্রোবাসযোগে মেহেরপুরের মুজিবনগরের উদ্দেশ্যে যান। সেখান থেকে দুপুরে আসেন কুষ্টিয়া সার্কিট হাউজে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফকির লালন সাঁইয়ের মাজার ঘুরে রওনা হন শিলাইদহ কুঠিবাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে কুমারখালীর উপজেলার মাস-উদ-রুমী সেতু সংলগ্ন গড়াই নদীতে গোসল করতে নামেন তারা। পাঁচ বন্ধু নদীতে নামলে নদীর প্রবল স্রোতে ৩ জন তলিয়ে যান। কোনোভাবে ৪ জন নিরাপদে তীরে আসতে পারলেও নিখোঁজ হন তানভীর।

বিষয়টি কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার স্টেশনে জানানো হলে তারা তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর দেয়া হয় খুলনা ডুবুরি দলকেও। সন্ধ্যায় ৪ সদস্যের একটি টিম উদ্ধার তৎপরতায় কাজ শুরু করলেও রাত ১২ টা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ ছাত্র তানভীরের। তার বাড়ি বরগুনা জেলায়।

এদিকে ঢাবি শিক্ষার্থী নিখোঁজের সংবাদে ঘটনাস্থলে ছুটে যান কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসেন বলেন, কুষ্টিয়ার কুমারখালী গড়াই নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। তার সন্ধানে ফায়ার সার্ভিসের দু’টি টিমসহ খুলনা থেকে ডুবুরি দল এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর