কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে প্রতীকে নির্বাচনী প্রচার প্রচারণা, গাড়িবহর ও নির্বাচনী সভা করায় ছয় চেয়ারম্যান প্রার্থীকে সতর্কীকরণ হুশিয়ারী দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার প্রার্থীদের চিঠির মাধ্যমে সতর্ক করা হয়।
প্রার্থীরা হলেন কয়া ইউনিয়নের নৌকা প্রার্থী সাদিয়া জামাল, চাপড়া ইউনিয়নের নৌকা প্রার্থী মনির হাসান রিন্টু, যদুবয়রা ইউনিয়নের নৌকা প্রার্থী মিজানুর রহমান, পান্টি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান, জগন্নাথপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল বাকী বাদশা ও বাগুলাট ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শিরিনা আক্তার বলেন, ‘ প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রতীকের প্রচার, গাড়িবহর ও নির্বাচনী সভা করার অপরাধে ছয় চেয়ারম্যান প্রার্থীকে কড়া সতর্কীকরণ হুশিয়ারী দেওয়া হয়েছে। এরপরেও আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ‘