কুষ্টিয়ার কুমারখালীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ জুন) উপজেলার তরুন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যাই,মেহেরপুর জেলা থেকে মোটরসাইকেল যোগে এক মাদক ব্যাবসায়ী মাদক বহন করে রাজবাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ পুলিশ তাকে গ্রেফতার করেন।
আটককৃত ব্যক্তি হলেন,মেহেরপুর সদর উপজেলার মো.শওকত আলীর ছেলে মো.সোহেল রানা ( ৪২)
মাদকবিরোধী অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা শাখার এস আই সুলতান মাহমুদ জানান, ৫ কেজি গাঁজাসহ রেজিষ্ট্রেশন বিহীন ব্লু রংয়ের ১৫০ সিসি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে কুমারখালী থানায় মামলা রুজ করা হয়েছে।