শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

কুমারখালীতে ৪ মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

কুষ্টিয়ার সময় অনলাইন / ১১৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার মাদক কারবারিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্তদের রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলহাজতে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি কুমারখালী পৌরসভার কুন্ডপাড়ার মৃত শওকতের ছেলে আবুল কালাম (৪৯) ও দূর্গাপুর এলাকার মামুনুর রশিদের ছেলে ফাহিম ইসলাম (২৩) এই দুজনকে একমাসের কারাদন্ড ও
এলঙ্গী পাড়ার মো শরিফুল ইসলামের ছেলে মো: মুর্শিদ আলমের দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মাদক বিক্রি ও সেবনের দায়ে দূর্গাপুর এলাকার মৃত মোফাজ্জেল এর ছেলে মনির হোসেন (২২) কে চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

মাদক বিরোধী অভিযানে এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.বেলাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি আমিরুল আরাফাত প্রমুখ।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত বলেন, দুপুর ১২ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চার জনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।এধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর