শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

কুমারখালীতে ৪ চেয়ারম্যান ও ১১ মেম্বার প্রার্থীকে জরিমানা

তানভীর লিটন, কুমারখালী / ২৭৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ২:০০ অপরাহ্ন

 

আজ ২১ ডিসেম্বর দিন ব্যাপী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ৪ চেয়ারম্যান প্রার্থী ও ১১ মেম্বার প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার বাগুলাট,চাঁদপুর,পান্টি, যদুবয়রা ও চাপড়া ইউনিয়ন এলাকায় ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরন) বিধিমালা-২০১৬ এর আওতায় সারাদিন ব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মোটরসাইকেলে রঙ্গিন পোস্টার টানানো ও দেওয়াল,বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগানোর অপরাধে চাঁদপুর ইউপির নৌকা ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবং বাগুলাট ইউনিয়নের নৌকা ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জন মেম্বার প্রার্থীকে ১৫ টি পৃথক মামলায় সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন কুমারখালী থানা পুলিশসহ উপজেলা ভূমি অফিসের স্টাফবৃন্দ।

এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম বলেন, আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে কে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর