শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

কুমারখালীতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু  ২ জনের

এনামুল হক ইমন কুমারখালী কুষ্টিয়া / ১৯৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৪ জুলাই, ২০২১, ১২:০৮ অপরাহ্ন

 

কুষ্টিয়ার কুমারখালীতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে উপজেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪। গত এক সপ্তাহে মৃতের সংখ্যা ১৪ এবং আক্রান্তের সংখ্যা ২০৫ জন।

 

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা যায়, কুমারখালীতে এ পর্যন্ত নমুনা সংগ্রহ ৮৫৮৮ জনের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে  ৭৯৩৮ জনের। মোট পজিটিভ রিপোর্ট আসে ১২২০ জনের , আরোগ্য লাভ করে ৭২৪ জন। এ পর্যন্ত  মোট মৃতের সংখ্যা ৩৪ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৪৬৩ জন। গত এক সপ্তাহে মোট আক্রান্তের সংখ্যা ২০৫ জন, আরোগ্য লাভ করেন ৩৮ জন এবং মৃত্যুবরণ করেন ১৪ জন। গত ২৪ ঘন্টায় কুমারখালী উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩১ ও মারা গেছেন ২ জন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. আকুল উদ্দিন জানান, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ভর্তি রয়েছে ১৪ জন এবং সন্দেহজনক ভর্তি রোগী ৮ জন। রোববার হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত মারা গেছে ১ জন এবং হোম আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছে ১ জন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর